Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার ঃ

 

·        বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক জনসংখ্যা,কৃষি,জাতীয় আয় ও বাণিজ্য,স্বাস্থ্য ও পুষ্টি, শিল্প ও শ্রম সংক্রান্ত বিষয়ে সঠিক ও বস্ত্তনিষ্ঠ হালনাগাদ পরিসংখ্যান (উপাত্ত) সরবরাহ করা ।

 

·        প্রতি ১০ বছর অন্তর আদম শুমারি,কৃষি শুমারি ও অর্থনৈতিক শুমারি সম্পাদনের মাধ্যমে উপজেলা ভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহের কাজ পরিচালনা করা ।

·        মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটেসটিক্স অব বাংলাদেশ(এমএস,ভিএস বি)প্রকল্পের  মাধ্যমে মাসিক,  ত্রৈমাসিক, ষান্মসিক ও বার্ষিক জেলা ও উপজেলা ওয়ারী জন্ম,মৃত্যু,বিবাহ,তালাক ও পৃথক বসবাস, আগমন ও বহির্গমন, প্রতিবন্ধী ও জন্ম নিয়ন্ত্রণ ও এইচ আইভি ও এইডস সংক্রান্ত তথ্য ময়মনসিংহ জেলার ১২ উপজেলার মোট ৩৫ টি নমূনা এলাকা হতে স্থানীয় ভাবে নিযুক্ত ৩৫ জন রেজিস্ট্রারের মাধ্যমে সংগ্রহ ও প্রকল্প সদর দফতরে প্রেরণ ।

 

·        ভোক্তার দৈনন্দিন জীবন যাত্রায় ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য এবং সকল প্রকার টেকসই পণ্যের বাজার দর  শহর ও প্রত্যন্ত অঞ্চলের বাজার হতে প্রতি মাসে সংগ্রহ ও প্রতিবেদন সদর দফতরে প্রেরণ ।

                                                                                                                        

·        জাতীয় আয় ও ব্যয়ের সাংবাৎসরিক হিসাব প্রাক্কলনের প্রয়োজনে প্রতি অর্থবছরে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসমূহ যথাঃ ইউনিয়ন পরিষদ ,পৌরসভা,জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন এর প্রণয়নকৃত বার্ষিক বাজেটের কপি সংগ্রহপূর্বক সদর দপ্তরে প্রেরণ ।

 

 

·        কৃষি কাজে নিযোজিত কৃষি মজুরের মজুরী সংক্রান্ত উপাত্ত ময়মনসিংহ জেলার ১২টি উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষকের নিকট হতে প্রতি মাসে সরেজমিনে সংগ্রহ ও প্রতিবেদন সদর দফতরে প্রেরণ ।

 

·        ০৬ টি প্রধান ফসল যথাঃ আউশ,আমন,বোরো,পাট,গম ও আলু ফসলের মৌসুম ভিত্তিক আবাদের পূর্বাভাস প্রতিবেদন (১ম পর্যায়ে আবাদাধীন জমির আয়তন ও ২য় পর্যায়ে সংশ্লিষ্ট ফসলের একর প্রতি ফলন সহ  উৎপাদন ) নির্ধারিত সময়সূচি অনুযায়ী দাগগুচ্ছভুক্ত/দাগগুচ্ছ বহির্ভূত কৃষকের  সাক্ষাতকার গ্রহণের  মাধ্যমে প্রাপ্ত তথ্যাদি সদরদপ্তরে প্রেরণ ।

 

·        ০৬ টি প্রধান ফসল যথাঃ আউশ,আমন,বোরো,পাট,গম ও আলু এবং ১১৫ টি অপ্রধান ফসল সহ মোট ১২১ টি ফসলের আবাদকৃত জমির পরিমাণ, একর প্রতি ফলন ও মোট উৎপাদন সংক্রান্ত তথ্য ১২ উপজেলার প্রত্যন্ত এলাকার সংশ্লিষ্ট কৃষকের নিকট হতে সংগ্রহ ও প্রতিবেদন সদর দফতরে প্রেরণ ।

 

·        ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত মোট ৩৫২ টি দাগগুচ্ছ হতে প্রতি ০৩ মাস অন্তর বছরে মোট ০৪ বার সরেজমিনে পর্যবেক্ষণ পূর্বক হালনাগাদ আবাদাধীন ফসল, চাষ পদ্ধতি, সার ও কীটনাশকের ব্যবহার এবং কৃষি জমির আয়তন ও মালিকানা পরিবর্তন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন সদর দফতরে প্রেরণ ।

 

·        প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতির তাৎক্ষনিক প্রতিবেদন সরেজমিনে সংগ্রহ ও সদর দফতরে প্রতিবেদন প্রেরণ ।

 

·        অঞ্চলের আবাদাধীন জমির মৌসুম ও ফসল ভিত্তিক আয়তন,নীট ও মোট ফসলাধীন জমির পরিমান, উপজেলা ভিত্তিক আবাদের জন্য অপ্রাপ্য যথাঃ ঘর-বাড়ী, রাস্তা-ঘাট,পুকুর -নদী, খাল-বিল, হাওড়-বাওড় ইত্যাদির অধীন জমির পরিমাণ, সরকারী ও বেসরকারী (ব্যক্তিগত ও সামাজিক) বনায়নের অধীন জমির পরিমাণ,শিল্প-কারখানা এবং কৃষি,মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগীর খামারের অধীন জমির পরিমাণ এবং খানায় ও খামারে পালনকৃত গবাদিপশু ও হাঁস-মুরগীর সংখ্যা, উপজেলা ওয়ারী মৌসুম ও ফসল এবং সেচ পদ্ধতি ভিত্তিক সেচাধীন জমির পরিমান প্রতি বছরে সংগ্রহ ও প্রতিবেদন  সদর দফতরে প্রেরণ ।

 

·        ০৬ টি প্রধান ফসল যথাঃ আউশ,আমন,বোরো,পাট,গম ও আলুর ফসলের একর প্রতি ফলন নির্ধারণের জন্য প্রতি উপজেলায় ইউনিয়ন ভিত্তিক ফসল কর্তণ সমীক্ষা পরিচালনা করে প্রাপ্ত তথ্য সদর দফতরে প্রেরণ।

 

·        প্রতি বছর উপজেলা ভিত্তিক গবাদি-পশু প্রাক্কলন জরিপ, মাছ উৎপাদন জরিপ ও বন-খামার জরিপ এর মাধ্যমে উপাত্ত সংগ্রহ পূর্বক  প্রতিবেদন সদর দফতরে প্রেরণ ।

·        Multiple Indicator Cluster Survey ( MICS), Global Adult Tobacco Survey (GATS),Welfare Monitoring Survey (WMS),House hold Income and Expenditure Survey (HIES),labour Force Survey(LFS) এবং গবাদি পশু ও হাঁস মুরগী জরিপের মতো গুরূত্বপূর্ণ জরিপগুলো সরকারী নির্দেশনার আলোকে নিয়মিত ও নির্দিষ্ট সময় অন্তর অন্তর সম্পাদন করা।

 

·        পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত সকল প্রকাশনা (বই) আঞ্চলিক পরিসংখ্যান কার্যালয়ের লাইব্রেরীতে সংরক্ষণ ও ব্যবহারকারীদের চাহিদা মোতাবেক তথ্য সরবরাহ করা ।